আইসিটি নিবন্ধন রোডম্যাপ
0/2
FB Group + Materials
0/1
ক. কম্পিউটার বেসিক
১. কম্পিউটারের সংজ্ঞা
২. কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ
৩. কম্পিউটারের ইতিহাস (অ্যাবাকাস থেকে প্রথম বাণিজ্যিক কম্পিউটার পর্যন্ত)।
৪. কম্পিউটার প্রজন্ম (প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত)।
৫. কম্পিউটারের প্রকার ভেদ: * এনালগ কম্পিউটার * ডিজিটাল কম্পিউটার
৬. কম্পিউটারের শ্রেণীবিন্যাসঃ * মাইক্রো কম্পিউটার * মেইনফ্রেম কম্পিউটার * সুপার কম্পিউটার
৭. কম্পিউটার পদ্ধতির সংগঠনঃ * ইনপুট ইউনিট * স্মৃতি ইউনিট * গাণিতিক লজিক ইউনিট *
আউটপুট ইউনিট * নিয়ন্ত্রণ ইউনিট
৮. হার্ডওয়্যার এবং সফটওয়্যার
0/2
খ. সংখ্যা পদ্ধতি
১. নন-পজিশনাল পদ্ধতি
২. পজিশনাল পদ্ধতি
৩. এক সংখ্যা থেকে অন্যটিতে রূপান্তর, দশমিক, থেকে বাইনারী, বাইনারী থেকে দশমিকে, দশমিক থেকে অকটালে, অকটাল থেকে দশমিকে, দশমিক থেকে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে, হেক্সাডেসিমাল থেকে অকটালে এবং বিপরীতক্রমে।
৪. বাইনারী গণিত যোগ,বিয়োগ, গুণ এবং ভাগ।
0/2
গ. উপাত্ত উপস্থাপন
১. উপাত্ত, তথ্য ও উপাত্ত প্রক্রিয়াকরণ
২. বাইনারী কোডেড ডেসিমাল (BCD)
3. EBCDIC
4. ASCII
ঘ. লজিক সার্কিট/বর্তনী
লজিক গেটস: অরগেট, এন্ড গেট, নট গেট, নরগেট।
ঙ. অপারেটিভ পদ্ধতি
১. কার্যাবলি এবং প্রকারভেদ
২. ডস (DOS)
৩. উইন্ডোস।
চ. এলগোরিদম এবং ফ্লো চার্ট
১. এলগরিদম
২. চলক (ঠধৎরধনষবং) এবং অপারেশনস
৩. ফ্লো চার্ট।
ছ. ইন্টারনেট
১. সংজ্ঞা
২. ই-মেইল (Email)
৩. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ ব্রাউজার।