01707167586
ictwizard2023@gmail.com

কেন আমাদের কোর্স এনরোল করবেন?

Created by Tarikul Islam Suman in Articles 25 Feb 2025
Share
১। আমরা প্রিন্টেড বই কুরিয়ারে দিয়ে দিচ্ছি আপনাকে। যা আগে পিডিএফ দিতাম এবং অধিকাংশ সেই পিডিএফ প্রিন্ট করাতে গিয়ে ৮০০-১০০০টাকা পর্যন্ত খরচ করেছেন। যেটা সেভ হচ্ছে। টাকার চেয়ে বড় ব্যাপার ক্লাস অনুযায়ী প্রিডিফ ডাউনলোড করে প্রিন্ট করার ঝামেলা নেই।
২। প্রিলি এক্সাম এটার সাথে কম্পিলিমেন্টারি যে এক্সামগুলো আপনি দিলে, পড়া হয়ে যাচ্ছে আলাদা প্রিলিমিনারির কোর্স করা লাগছেনা। সেটা সেভ হচ্ছে।
৩। আপনাকে রিটেন পাশ করাই আমরা ছেড়ে দিচ্ছিনা, রিটেনের পর ভাইভা গাইডলাইনের জন্য আর কোন পেমেন্ট আলাদা লাগবেনা। [নিউ বইয়ে অনেকগুলো ভাইভা অভিজ্ঞতা যুক্ত করা আছে]
৪। আমাদের টিচাররা রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ডের + আমরা শুধু আইসিটি নিবন্ধন কোর্সই অফার করছি । তাই কোয়ালিটি ধরে রাখা সহজ হয়।
[উল্লেখ্য যে অনেকে নামকরা প্রতিষ্ঠানে টিচাররা কম্পিউটার সাইন্সে পড়েননি তারা পড়াচ্ছেন আইসিটির সাবজেক্ট । ১৮তম তে এরকম প্রতিষ্ঠানে টাকা লস দিয়ে আবার আমাদের এখানে এনরোল করেছেন ৩৫-৪০জন] আবার অনেকেই তারা নিজেরাই নিবন্ধন দেননি, অন্য আইটিতে জবে আছেন তারা সাবজেক্ট ভাল পড়াতে পারলেও নিবন্ধন গাইডলাইন কিভাবে দিচ্ছেন?। সেখানে আমাদের টিচারদের মধ্যে ১৫, ১৬, ১৭, ১৮তম দেয়ার অভিজ্ঞতা আছে। প্রথম সারির মেরিটধারীদের অভিজ্ঞতা, পড়াশোনার ধরন, ভাল করার উপায় তাদের থেকে শোনার সুযোগ আপনাকে অন্য কেউ দিতে পারছে না।
৫। আমরা গ্যারান্টি দিচ্ছি বেস্ট কোর্স ম্যাটেরিয়াল, বেস্ট গাইডলাইন দিতে পারব ইনশা-আল্লাহ ।
আর এর প্রমান যদি চান তবে ১৭তমের টপ মেরিটধারীরাই প্রমান। অহংকার নয় আত্ববিশ্বাস থেকে বলতে পারি ১৮তম আইসিটিতে বাংলাদেশে যত জন পাশ করবে তার অধিকাংশ আমাদের ৩ ব্যাচের হবে ইনসা-আল্লাহ।
সব কিছু বিবেচনায় আপনার কাছে কোর্স ফি বেশী মনে হবেনা। তারপরও কারো সামর্থ্য না থাকলে হলে তার জন্য বিশেষ বিবেচনা করে আসছি এবং করব ইনশা-আল্লাহ।

Comments (0)

Share

Share this post with others